এক রাতেই রাশিয়ার ১৭টি ড্রোন ধ্বংসের দাবি করেছে ইউক্রেন। বুধবার (২০ সেপ্টেম্বর) ইউক্রেনের একজন জেনারেল এ তথ্য জানিয়েছেন।
ওই জেনারেল জানান, মঙ্গলবার দিবাগত রাতে রাশিয়া শাহেদ-১৩৬/১৩১ ধরনের ২৪টি কামিকাজ ড্রোন ব্যবহার করে দফায় দফায় হামলা চালায়। এর মধ্যে ১৭টি ড্রোনই ধ্বংস করেছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। মানববিহীন এসব ড্রোনের হামলায় ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো তথ্য সংগ্রহ করা হচ্ছে।
মধ্য পোলতাভা অঞ্চলের গভর্নর দিমিত্রো লুনিনের জানান, রাশিয়ার হামলায় একটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলায় সেখানে আগুন ধরে যায়। জরুরি পরিষেবা দল ঘটনাস্থলে রয়েছে। প্ল্যান্টের কাজ সাময়িকভাবে স্থগিত রয়েছে।
পূর্ব-মধ্য ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের গভর্নর সের্গেই লাইসাক জানান, নিকোপোল জেলা টানা দ্বিতীয় রাতের মতো আক্রমণের মুখে পড়েছিল। রাশিয়ান বাহিনী নিকোপোল শহর ও আরো তিনটি এলাকায় হামলা চালায়। এতে পাঁচটি বাড়ি, দুটি গাড়ি এবং বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অঞ্চলে ইউক্রেনের সশস্ত্র বাহিনী দুটি রুশ ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন তিনি।
এদিকে এ ঘটনায় রাশিয়ায় পাল্টা ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা বুধবার ভোরে ইউক্রেনের ৪টি ড্রোন ধ্বংস করেছে।
ইউক্রেনের ড্রোনগুলো রাশিয়ার বেলগোরোড অঞ্চলে ভূপাতিত করা হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের কাছ থেকে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।