ইসরায়েলের প্রতিরক্ষা নিশ্চিত করতে সবধরনের সহযোগিতা দেবে যুক্তরাষ্ট্র। শনিবার গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে হঠাৎ হামলা চালানোর পর যুক্তরাষ্ট্র এ ঘোষণা দিয়েছে।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, তাদের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের আত্মরক্ষার অধিকার নিশ্চিতে ওয়াশিংটন তার প্রতিশ্রুতিতে ‘অটল’ রয়েছে। শুধু তাই নয়, ইসরায়েল যাতে আত্মরক্ষা করতে পারে তার সবকিছু নিশ্চিত করবে যুক্তরাষ্ট্র।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন একটি বিবৃতিতে বলেছেন, ‘ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রতি আমাদের প্রতিশ্রুতি অটুট রয়েছে। আগামী দিনগুলোতে ইসরায়েলের আত্মরক্ষার জন্য যা প্রয়োজন তা নিশ্চিত করতে এবং নির্বিচার সহিংসতা ও সন্ত্রাসবাদ থেকে বেসামরিক নাগরিকদের রক্ষা করতে যা প্রয়োজন তা নিশ্চিত করবে প্রতিরক্ষা দপ্তর।’
প্রসঙ্গত, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস শনিবার ইসরায়েলে ব্যাপক মাত্রায় হামলা শুরু করে। ইসরায়েলের হামাসের এটি গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় আক্রমণ। হামাস জানিয়েছে, তারা প্রায় পাঁচ হাজার রকেট ছুড়েছে ইসরায়েলকে লক্ষ্য করে। হামলায় ৪৩ ইসরায়েলি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।