ক্যামেরুনের রাজধানী ইয়াউন্ডেতেএকটি বাঁধ ভেঙে বের হয়ে আসা পানির তোড়ে কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার সেনাবাহিনীর উদ্ধারকারী ইউনিট এ তথ্য জানিয়েছে।
এমবানকোলো এলাকার স্থানীয় নেতা অ্যাসোলা জোসেফ জানান, ঔপনিবেশিক যুগের বাঁধটি দিয়ে স্থানীয় সময় রোববার বিকাল ৪টার দিকে পানি বের হতে শুরু করে।
সোমবার সকালে একটি পাহাড়ি এলাকায় উদ্ধার তৎপরতা শুরু করেন।
ঘটনাস্থলে থাকা রয়টার্সের একজন সাংবাদিক জানিয়েছেন, অন্তত পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং অন্তত ৩০টি বাড়ি ধ্বংস হয়েছে।