ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি এবার পুরো মধ্যপ্রাচ্যকে বদলে দেবেন। দক্ষিণ ইসরায়েল সফরকালে সোমবার তিনি এ কথা বলেছেন।
শনিবার ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এর পরপরই অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালায় ইসরায়েল। হামলায় ইসরায়েলের সাত শতাধিক মানুষ নিহত এবং ২ হাজার ৬০০ জন আহত হয়েছে। সোমবার পুরো গাজা উপত্যকা অবরোধ করে ফেলেছে ইসরায়েলি বাহিনী।
নেতানিয়াহু বলেছেন, ‘হামাস যা অনুভব করবে তা কঠিন এবং ভয়ানক হবে … আমরা মধ্যপ্রাচ্যকে পরিবর্তন করতে যাচ্ছি।’
তিনি বলেন, ‘এটি কেবল শুরু … আমরা সবাই আপনাদের সাথে আছি এবং আমরা তাদের শক্তি, প্রবল শক্তি দিয়ে পরাজিত করব।’