ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার জবাবে ফিলিস্তিনিদের সব রকমের মৌলিক অধিকার কেড়ে নিচ্ছে ইসরায়েল।
ইতিমধ্যে হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকায় বসবাসকারী ফিলিস্তিনিদের গ্যাস, বিদ্যুৎ, পানি, ওষুধ ও খাবার সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল।
আর এবার ইসরায়েলের কারাগারে বন্দি ফিলিস্তিনিদের কারাকক্ষের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দিলেন ইসরায়েলের প্রিজন সার্ভিসের প্রধান ক্যাটি পেরি।
তবে এর কারণ সম্পর্কে কোনো ব্যাখ্যা দেননি তিনি।
ইসরায়েলের জাতীয় নিরাৃপত্তা মন্ত্রী ইতামার বেন গভির কয়েক মাস ধরেই ফিলিস্তিনি বন্দিদের বিরুদ্ধে আরো বেশি শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাদের কারা সুবিধা কমানোর জন্য চাপ দিয়ে আসছিলেন। এর পরই এবার ফিলিস্তিনি কারাবন্দিদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হলো।