জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শউকরির সঙ্গে কায়রোতে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানিয়েছেন।
গুতেরেস বলেন, ‘গাজায় ব্যাপক মাত্রায় এবং দীর্ঘমেয়াদী সহায়তা প্রয়োজন।’
তিনি হামাসকে ৭ অক্টোবর আটক জিম্মিদের মুক্তি দিতে আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি গাজায় ত্রাণ সহায়তা পৌঁছানোর জন্য ত্রাণ সংস্থাগুলো যাতে অবাধে প্রবেশ করতে পারে সেই সুযোগ দেওয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন।
৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলা শুরু পর এ পর্যন্ত তিন হাজার ৭০০ এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি অবরোধের কারণে গাজায় খাদ্য, ত্রাণ সহায়তা পৌঁছানো যাচ্ছে না। জাতিসংঘের ত্রাণ সংস্থা জানিয়েছে, গাজায় এই মুহূর্তে চার থেকে পাঁচ দিনের খাদ্য মজুদ আছে। নিরাপদ পানির অভাবের কারণে শিশুরা নোংরা পানি পান করতে বাধ্য হচ্ছে। বুধবার গাজায় মানবিক সহায়তা প্রবেশের জন্য মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদে আনা ব্রাজিলের একটি প্রস্তাবে ভেটো দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।