গাজায় হামাসের বিরুদ্ধে লড়তে ইসরায়েলকে এক হাজার ৪০০ কোটি ডলারের সহায়তা প্যাকেজ দিতে চান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার কংগ্রেসের কাছে এ বিষয়ে অনুরোধ জানাবে বাইডেন প্রশাসন।
৭ অক্টোবর গাজায় হামলা শুরুর পর ইসরায়েলকে বিপুল পরিমাণ অস্ত্র ও আর্থিক সহযোগিতা দিয়েছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে ইসরায়েল এর বাইরে যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের জরুরি সামরিক সহায়তা চেয়েছে।
আল-জাজিরা জানিয়েছে, ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানকে সামরিক সহায়তার জন্য ১০৫ বিলিয়ন ডলার প্রদানের পরিকল্পনা করছে বাইডেন প্রশাসন। এর মধ্যে ইসরায়েলকে দেওয়া হবে ১৪ বিলিয়ন ডলার (এক হাজার ৪০০ কোটি)।
এই সহায়তা প্যাকেজের পক্ষে সাফাই গেয়ে বৃহস্পতিবার টেলিভিশনে দেওয়া ভাষণে বাইডেন বলেছেন, ‘এটি একটি স্মার্ট বিনিয়োগ যা প্রজন্মের পর প্রজন্ম আমেরিকান নিরাপত্তার জন্য লভ্যাংশ প্রদান করবে।’