জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ বলেছেন, গাজায় ইসরায়েল যা করছে তা যুদ্ধাপরাধ। গাজা সংকট মোকাবিলায় মিসরের প্রেসিডেন্ট আবদেল-ফাত্তাহ আল-সিসির আহ্বানে শনিবার কায়রোতে আয়োজিত শান্তি সম্মেলনে তিনি এ কথা বলেছেন।
বাদশাহ আব্দুল্লাহ বলেছেন, ‘আজ ইসরায়েল গাজার বেসামরিক নাগরিকদের আক্ষরিক অর্থে অনাহারে রাখছে, কিন্তু কয়েক দশক ধরে ফিলিস্তিনিরা আশা, স্বাধীনতা এবং ভবিষ্যতের জন্য ক্ষুধার্ত। কারণ যখন বোমা পড়া বন্ধ হয়ে যায়, ইসরায়েলকে কখনই জবাবদিহি করতে হয় না, দখলদারিত্বের অন্যায় চলতে থাকে এবং বিশ্ব সহিংসতার পরবর্তী পর্ব পর্যন্ত চলে যায় ‘
তিনি বলেন, ‘আজ আমরা যে রক্তপাত প্রত্যক্ষ করছি এটি তারই মূল্য; একটি রাজনৈতিক দিগন্তের দিকে বাস্তব অগ্রগতি করতে ব্যর্থ হওয়া যা ফিলিস্তিনি এবং ইসরায়েলিদের জন্য একইভাবে শান্তি নিয়ে আসে ‘
বাদশাহ আব্দুল্লাহ আরও বলেন, ‘ইসরায়েলি নেতৃত্বকে অবশ্যই বুঝতে হবে যে তা;রে নিরাপত্তা উদ্বেগের কোনো সামরিক সমাধান নেই। তাদের দখলে থাকা পাঁচ মিলিয়ন ফিলিস্তিনিকে বৈধ অধিকার থেকে তারা বঞ্চিত করা চালিয়ে যেতে পারে না এবং ফিলিস্তিনিদের জীবন ইসরায়েলি জীবনের চেয়ে কম মূল্যবান নয়।’
ইসরায়েল যুদ্ধাপরাধ করছে উল্লেখ করে তিনি বলেন, ‘গাজায় নিরলস বোমাবর্ষণ প্রতিটি স্তরেই নিষ্ঠুর। এটি অবরুদ্ধ ও অসহায় মানুষের জন্য সম্মিলিত শাস্তি। এটি আন্তর্জাতিক ও মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন, এটি একটি যুদ্ধাপরাধ, তবুও নিষ্ঠুরতার গভীরতর সংকট নিয়ে বিশ্ব কমই চিন্তা করবে বলে মনে হচ্ছে।’