দুই সপ্তাহে ইসরায়েল পাঁচ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে। শনিবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি জানিয়েছে, ৭ অক্টোবর হামাসের হামলার আগে ইসরায়েলি কারাগারে প্রায় পাঁচ হাজার ২০০ ফিলিস্তিনি ছিল। এরপর থেকে, ইসরায়েল গাজা থেকে প্রায় চার হাজার শ্রমিককে গ্রেপ্তার করেছে। এরা ইসরায়েলে কাজ করতো। তাদের সামরিক ঘাঁটিতে আটক রাখা হয়েছে। পৃথকভাবে অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে সেনা অভিযানে আরও এক হাজার ৭০ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েল।
বন্দিদের অধিকার নিয়ে কাজ করা রামাল্লাভিত্তিক অ্যাডামির প্রধান সাহার ফ্রান্সিস আল জাজিরাকে বলেছেন, ‘২৪ ঘণ্টাই গ্রেপ্তার চলছে।’
তিনি জানান, গাজার বেশির ভাগ লোককে দক্ষিণ নাকাব মরুভূমিতে বিয়ার আল-সাবে (বিয়ের শেভা) এর কাছে সেডে টাইম্যান নামের একটি সামরিক ঘাঁটিতে আটকে রাখা হয়েছে। রামাল্লার কাছে ওফার কারাগারে এবং অধিকৃত পূর্ব জেরুজালেমের আনাতা গ্রামের কাছে আনাতোট সামরিক ক্যাম্পে আরও কয়েকশ বন্দি রয়েছে।
যাদের গ্রেপ্তার করা হচ্ছে, তাদের সঙ্গে ভয়াবহ দুর্ব্যবহার এবং নিপীড়নমূলক আচরণ করা হচ্ছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি আইনজীবী ও কর্মকর্তারা।