দীর্ঘদিন ধরেই জাতীয় দলের ব্যাটিং লাইনে ভরসা হয়ে আছেন মুশফিকুর রহিম। চলমান বিশ্বকাপেও দলের বিপদে হাল ধরছেন এই ডানহাতি ব্যাটার। করেছেন দুটি অর্ধশতকও। দেশের হয়ে এই দায়িত্ব ও চাপ নিতে পছন্দ করেন বলে আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন মুশফিক।
আসরে এখন পর্যন্ত মুশি ভালো ব্যাটিং করলেও দল জয়ের মুখ দেখছে না। তবে মুশফিক আশাবাদী সামনে ভালো কিছু হবে, ‘আমি খুবই আশাবাদী। দুইটা অর্ধশতক করেছি। যদি শেষ পর্যন্ত খেলতে পারি এবং আরেকটু বেশি রান করতে পারি, তাহলে ইনশাআল্লাহ দল আবার জয়ের ধারায় ফিরতে পারবে।’
মুশফিকের প্রতি দেশের সমর্থকদের প্রত্যাশাটা বেশি থাকে। তবে এই প্রত্যাশার চাপে মোটেই বিচলিত হন না ‘মিস্টার ডিপেন্ডবল’ খ্যাত এই ক্রিকেটার। বরং মুশফিক নিজেও চাপ নিতে পছন্দ করেন। এই ধারাটা সামনেও বজায় রাখতে চান বলে জানিয়েছেন।
এ প্রসঙ্গে মুশফিক বলেন, ‘কোনো চ্যালেঞ্জ আসলে আমি বলতে পারি এই চ্যালেঞ্জ আমি মোকাবেলা করব। আমি সত্যিই এই দায়িত্ব ও ভার নিতে পছন্দ করি যে তারা যেন ভাবে এখন মুশফিক ক্রিজে আছে, সে বড় অবদান রাখবে।’
দেড় যুগ ধরে বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করা মুশফিক চান, একজন লড়াকু ক্রিকেটার হিসেবে মানুষ তাকে মনে রাখুক, ‘জানি না এপর্যন্ত আমি কতটুকু অর্জন করতে পেরেছি। যতটুকুই আমি দেশের জন্য কিংবা আমার জন্য অর্জন করতে পেরেছি, আমি চাই সেটুকু ভক্তরা মনে রাখুক।’
চলতি বিশ্বকাপে প্রথম চার ম্যাচের একটিতে জয় পেয়েছে বাংলাদেশ। চার ম্যাচেই ব্যাটিংয়ে সুযোগ পেয়েছেন মুশফিক। তাতে ৫২.৩৩ গড়ে করেছেন ১৫৭ রান। এর মধ্যে কঠিন দুই প্রতিপক্ষ ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে হাঁকিয়েছেন দুইটি অর্ধশতক। তবে দল জিততে পারেনি।
এ নিয়ে পাঁচটি বিশ্বকাপে বাংলাদেশের সারথী হলেন মুশফিক। সাক্ষাৎকারে সেই স্মৃতিও রোমান্থন করেন এই ক্রিকেটার। এছাড়া ক্যারিয়ারে ও বিশ্বকাপে নিজের সেরা মুহূর্ত নিয়েও কথা বলেছেন। তিনি প্রথমেই স্মরণ করেন ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপে ২০০৭ সালে ভারতকে হারানোর স্মৃতি।