পাকিস্তানের সাবেক ক্রিকেট দানিশ কানেরিয়াকে ঠোঁট কাটা বলা হয়। কারণ, তার মুখে কোনো কিছুই আটকায় না। যখন যা মন চায় বলে দেন নির্দ্বিধায়। এই যেমন মোহাম্মদ রিজওয়ানের মাঠে নামাজ আদায় করার বিষয়টির সঙ্গে একমত হতে পারেননি তিনি। শুধু তাই নয়, একই দিন তিনি জানিয়েছেন জাতীয় দলে খেলার সময় শহীদ আফ্রিদি তাকে অনেক জোরাজুরি করেছিলেন ইসলাম ধর্মে ধর্মান্তরিত হতে।
আজ বৃহস্পতিবার আজ তাককে দেওয়ার এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘জাতীয় দলে আমার ক্যারিয়ার ভালোই যাচ্ছিল। যেহেতু সে সময় আমি কাউন্টি ক্রিকেটও খেলে যাচ্ছিলাম। ইনজামাম-উল-হক ও শোয়েব আখতার কেবল আমাকে সমর্থন দিতো। শহীদ আফ্রিদি অনেক সমস্যা করতো। এমনকি আফ্রিদি ও অন্যান্যরা আমার সঙ্গে একসাথে বসে খেতোও না। শহীদ আফ্রিদি আমাকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হতে জোরাজুরি করেছিল।’
‘আমার কাছে সনাতন ধর্ম সবকিছুর উর্ধ্বে। আমি আসলে ভুল কিছু বলছি না। অন্যায্য কিছুর বিরুদ্ধে সব সময়ই আমি কথা বলে যাবো। পাকিস্তানে এমন অনেক ঘটনা আছে। যেগুলো নিয়ে কখনো কোনো প্রতিবেদন হয়নি। বিশ্বের কাছে হয়তো পাকিস্তানের সবকিছু স্বাভাবিক। কিন্তু আমি আমার হিন্দু সম্প্রদায়ের জন্য সব সময় লড়াই করে যাবো।’ যোগ করেন তিনি।
পাকিস্তান দলে প্রথম কোনো হিন্দু ক্রিকেটার হিসেবে খেলেছিলেন অনীল ডালপাত। তারপর দ্বিতীয় হিন্দু ক্রিকেটার হিসেবে খেলেন দানিশ কানেরিয়া। তারা অবশ্য সম্পর্কে কাজিন।
২০০০ সালে পাকিস্তান দলে অভিষেক হয়েছিল কানেরিয়ার। ২০১০ সালে তিনি অবসরে যান। অবসর নেওয়ার আগে তিনি পাকিস্তানের সর্বোচ্চ উইকেট শিকারি স্পিনার হয়েছিলেন। যিনি ৬১ টেস্টে ৩৪.৭৯ গড়ে উইকেট নিয়েছিলেন ২৬১টি। ক্যারিয়ারে তিনি ১৫ বার শিকার করেছিলেন ৫ উইকেট। ১০ উইকেট নিয়েছিলেন দুইবার।
পাকিস্তানের হয়ে ১৮টি ওয়ানডেতে উইকেট নিয়েছিলেন ১৫টি।