গাজায় মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে আনা প্রস্তাবে ভোট দেয়নি ভারত। শনিবার এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে।
শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে আরব দেশগুলো গাজার যুদ্ধ শেষ করার আহ্বান জানিয়ে প্রস্তাব উত্থাপন করে। ১২১টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। মাত্র ১৪টি দেশ এর বিপক্ষে ভোট দিয়েছে, যার মধ্যে একটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতসহ ৪৫ সদস্যরাষ্ট্র ভোটদানে বিরত ছিল।
প্রস্তাবে ইসরায়েল ও ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের উপর ‘সন্ত্রাস ও নির্বিচারে হামলা’-সব ধরনের সহিংসতার নিন্দা করা হয়েছে। একই সঙ্গে অবরুদ্ধ গাজ়ার সাধারণ মানুষের জন্য নিরাপত্তা এবং আন্তর্জাতিক ত্রাণ পাঠাতে বাধা না দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি হামাসের হাতে জিম্মিদের ‘অবিলম্বে ও নিঃশর্তে’ মুক্তির কথা বলা হয়েছে।
ভারতীয় পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে এনডিটিভি অনলাইন জানিয়েছে, প্রস্তাবে গত ৭ অক্টোবর ইসরায়েলের উপর হামাসের হামলার উল্লেখ না থাকার কারণেই ভারত ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নেয়। জর্ডানের ওই প্রস্তাবের সঙ্গে ‘হামাসের আক্রমণের’ প্রসঙ্গ সংযোজনের জন্য একটি সংশোধনী প্রস্তাব এনেছিল কানাডা। ভারতের পক্ষে এই সংশোধনীকে সমর্থন করা হলেও তা ভোটাভুটিতে খারিজ হয়ে যায়।
সংশোধনীতে ভোটের আগে জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মুনির আকরাম বলেছেন এটা “আশ্চর্যজনক” যে কানাডা হামাসকে নিন্দা জানালেও গাজায় অপরাধের ব্যাপকতার জন্য ইসরায়েলের নিন্দা করার প্রয়োজন বোধ করেনি। ইসরায়েলি দখলদারিত্বই এই সংকটের মূল কারণ, ৭ অক্টোবরের হামলা নয়। কানাডা যদি ন্যায্য হতে চায় তাহলে অবশ্যই উভয় পক্ষের নিন্দা করতে হবে বা কারোরই নামে হবে না।