অবরুদ্ধ গাজায় বিস্তৃত স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। শনিবার ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে।
আইডিএফের মুখপাত্র রিয়ার অ্যাড. ড্যানিয়েল হাগারি বলেছেন, সামরিক বাহিনী গাজায় ‘যুদ্ধের পরবর্তী পর্যায়ে অগ্রসর হচ্ছে।’
তিনি বলেন, ‘পদাতিক, সাঁজোয়া, ইঞ্জিনিয়ারিং এবং আর্টিলারি বাহিনী অংশ নিচ্ছে, যার সাথে ভারী গোলা রয়েছে। বাহিনী এখনও স্থলে রয়েছে এবং লড়াই চালিয়ে যাচ্ছে।’
হাগারি জানান, এখনও পর্যন্ত গাজায় বিস্তৃত স্থল অভিযানে কোনো সেনা আহত হয়নি।
আইডিএফের এই মুখপাত্র বলেন, ‘রাতে বিমান হামলায় হামাসের বিমান বাহিনীর প্রধান এবং একজন নৌ বাহিনীর কমান্ডার নিহত হয়েছে। তাদের নির্মূল যুদ্ধের পর্যায়ে ভাল অগ্রগতি নিয়ে এসেছে এবং বাহিনীকে দুর্বল শত্রুর বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করছে।’