তুরস্ক থেকে কূটনীতিকদের প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ইসরায়েল। শনিবার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান ইসরায়েলের তীব্র সমালোচনার পর এ ঘোষণা দিয়েছে তেল আবিব।
ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন জানিয়েছেন,তারা ‘ইসরায়েল-তুরস্ক সম্পর্কের পুনর্মূল্যায়ন করতে পারে।’
শনিবার ইস্তাম্বুলে ১৫ লাখ মানুষের সমাবেশে এরদোয়ান বলেছেন, গাজায় গণহত্যার পেছনে প্রধান অপরাধী হল পশ্চিমারা। আমরা যদি কিছু বিবেকবান কণ্ঠস্বর বাদ দেই… গাজায় গণহত্যা সম্পূর্ণভাবে পশ্চিমাদের কাজ। গাজায় ইসরায়েল ‘যুদ্ধাপরাধী’র মতো আচরণ করছে।
তিনি বলেছেন, ‘ইসরায়েল, আমরা তোমাকে বিশ্বের কাছে যুদ্ধাপরাধী হিসেবে ঘোষণা করব। আমরা এর জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমরা ইসরায়েলকে যুদ্ধাপরাধী হিসেবে বিশ্বের কাছে পরিচয় করিয়ে দেব।’
এর আগে এরদোয়ান বলেছিলেন, ফিলিস্তিনের স্বাধীনতাকমী দল হামাস একটি সন্ত্রাসী সংগঠন নয়, এটি মুজাহিদিনদের একটি দল।