সাবেক মার্কিন প্রেসিন্টে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি পুনরায় প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্রে মুসলিমদের ওপর ফের ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করবেন। শনিবার একটি ইহুদি সম্মেলনে তিনি এ প্রতিশ্রুতি দিয়েছেন।
রিপাবলিকান ইহুদি জোটের বার্ষিক সম্মেলনে যোগদানকারী শ্রোতাদের উদ্দেশে ট্রাম্প বলেন,‘আমরা কট্টরপন্থী ইসলামিক সন্ত্রাসীদের আমাদের দেশ থেকে দূরে রাখব। ভ্রমণ নিষেধাজ্ঞার কথা মনে আছে? প্রথম দিনেই আমি আমাদের ভ্রমণ নিষেধাজ্ঞা ফিরিয়ে আনব।’
ট্রাম্প প্রেসিডেন্ট হিসাবে প্রথম মেয়াদের শুরুতে ২০১৭ সালে ইরান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া, ইয়েমেন, ইরাক ও সুদান থেকে ভ্রমণকারীদের প্রবেশের উপর ব্যাপক বিধিনিষেধ আরোপ করেছিলেন। আদেশটি একটি ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে বৈষম্যমূলক হিসাবে আদালতে দ্রুত চ্যালেঞ্জ করা হয়েছিল।
প্রভাবশালী ইহুদি দাতাদের সমাবেশে হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে অটল সমর্থনের প্রতিশ্রুতিও দিয়েছেন ট্রাম্প।