ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে হুতিরা। হুতির সামরিক মুখপাত্রের বরাত দিয়ে মঙ্গলবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।
সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, তারা ইসরায়েলের দিকে ‘বড় সংখ্যক’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েলে এ ধরনের আরও হামলার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
ইয়াহিয়া বলেছেন, ‘ইয়েমেনি সশস্ত্র বাহিনী … নিশ্চিত করছে যে, ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তারা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা চালিয়ে যাবে।’
এর আগে মঙ্গলবার বিকেতলে ইজরায়েলের সামরিক বাহিনী ইলাত শহরের কাছে লোহিত সাগরের উপরে একটি অজ্ঞাত ‘বায়বীয় লক্ষ্যবস্তু’ ধ্বংস করার খবর দিয়েছিল।