ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মাত্র ১৯ দিনে গাজায় ইসরায়েলি হামলায় দুই হাজার ৯১৩ শিশুসহ কমপক্ষে সাত হাজার ২৮ জন নিহত হয়েছে।
২৬ অক্টোবর মন্ত্রণালয় এই ভিকটিমদের মধ্যে ছয় হাজার ৭৪৭ জনের নাম, বয়স, লিঙ্গ ও পরিচয় পত্রের নম্বরের বিবরণ দিয়ে একটি বিস্তৃত প্রতিবেদন প্রকাশ করেছে।
মন্ত্রনালয়ের মুখপাত্র বলেছেন, ‘বিশ্বকে অবশ্যই বুঝতে হবে যে প্রতিটি সংখ্যার পিছনে একজন ব্যক্তির গল্প রয়েছে যার নাম ও পরিচয় জানা যায়।’
এই তালিকায় অবশ্য ২৮১ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়নি।
সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় বিমান ও স্থল হামলা বিস্তৃত করেছে । ২৬ অক্টোবর তালিকা প্রকাশের পর থেকে গাজায় মৃতের সংখ্যা আট হাজার ৫০০ ছাড়িয়েছে। আরও হাজার হাজার মানুষ নিখোঁজ বা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। গড় হিসাব করলে প্রতিদিন গাজায় নিহত হচ্ছে ৩৭০ জন মানুষ। প্রতি ঘণ্টায় ১৫ জন নিহত হচ্ছে, যাদের মধ্যে ছয় শিশু রয়েছে। এছাড়া ইসরায়েলি হামলায় প্রতি ঘণ্টায় আহত হচ্ছে ৩৫ জন, ৪২টি বোমা ফেলছে ইসরায়েল এবং ১২টি ভবন ধ্বংস করা হচ্ছে।