গাজা উপত্যকার প্রতিটি কোণে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বুধবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।
গাজা উপত্যকার উত্তর থেকে শুরু করে দক্ষিণ পর্যন্ত প্রতিটি কোণে টানা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। উত্তরের বেইত হ্যানউন শহরের পূর্বাঞ্চলে ফিলিস্তিনি যোদ্ধা এবং ইসরায়েলি দখলদার বাহিনীর মধ্যে সংঘর্ষ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
দক্ষিণের জেইতুনের আশেপাশের এলাকাতেও ইসরায়েলি হামলা অব্যাহত আছে। সেখানে ফিলিস্তিনি যোদ্ধারা এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে।
আল-জাজিরার সংবাদদাতা বলেছেন, ‘(ইসরায়েলি বাহিনী)… আরও বেশি ভূমি দখল এবং (ফিলিস্তিনের) সামরিক অবকাঠামো ধ্বংস করার জন্য ভূমিতে আরও বিস্তৃত অভিযান চালানোর চেষ্টা করছে। জাবালিয়া শরণার্থী শিবিরে সর্বশেষ হামলার পর একটি আবাসিক এলাকা সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে। ইসরায়েল বিমান হামলা চালিয়ে এই অঞ্চলের বিভিন্ন আবাসিক ভবন ধ্বংস করে যাচ্ছে। গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে বিমান হামলা অব্যাহত রয়েছে। সেখানে কয়েক ডজন আবাসিক ভবনও ধ্বংস হয়েছে।’