-মহিবুল ইসলাম
হে অদৃশ্যমান মরণব্যাধি -করোনা!!!
আমাদের করো করুণা…
তুমি যাও, যাও ফিরে নিজগৃহে;
শীঘ্র যাও ফিরে, মানবদেহে আর
ছোবল মেরো না…
হে মরণব্যাধি -করোনা!!!
আর কাঊকে ধরো না,
আমরা আজ স্তব্দ মানবকূল-
শুধু চারপাশে চাপা কান্নাররুল!!!
হে-করোনা!!! অজানা সে
কক্ষপথে চলে যাও না,
এজগতে আর শ্বাসরুদ্ধ করো না
অসম্পৃতির ছায়া আর মেলো না,
হে অপশক্তি! অদৃশ্যমান করোনা!!!
তোমাকে বিদায় জানাই
সারা বিশ্বটাকে বিচলিত করো না !!!
তুমি ছাড়ো না- ছাড়ো না,
হে অপশক্তি! অদৃশ্যমান করোনা!!!
এ’জগত থেকে খুব দূতবেগে-
সরো না “করোনা”।