যুদ্ধ শেষ হওয়ার পর অনির্দিষ্টকালের জন্য গাজা উপত্যকা দখলে রাখার ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে তিনি এ ইঙ্গিত দিয়েছেন।
নেতানিয়াহু জানিয়েছেন, হামাসের বিরুদ্ধে যুদ্ধ শেষ হওয়ার পর গাজা উপত্যকা ‘অনির্দিষ্টকালের জন্য’ ইসরায়েলের ‘সার্বিক নিরাপত্তার দায়িত্বে’ থাকবে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মনে করি অনির্দিষ্টকালের জন্য ইসরায়েলের সামগ্রিক নিরাপত্তার দায়িত্ব থাকবে। কারণ আমরা দেখেছি, আমাদের কাছে এটি না থাকলে কী হয়। যখন আমাদের সেই নিরাপত্তার দায়িত্ব ছিল না, তখন হামাস সন্ত্রাসের এমন মাত্রায় বিস্ফোরণ ঘটিয়েছে যা আমরা কল্পনাও করতে পারিনি।’
নাম প্রকাশ না করার শর্তে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলি কর্মকর্তারা এই অবস্থানটির কথা জানিয়েছিল। তারা গাজায় ইসরায়েলের সামরিক উপস্থিতির কথাও জানিয়েছিলেন। তবে নেতানিয়াহু এবার সেই অবস্থানের কথা পরিষ্কার করলেন।