সেনাবাহিনী এবং একটি বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের সময় মিয়ানমারে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার থাইল্যান্ডের সীমান্তের কাছে কায়াহ রাজ্যে বিমানটি বিধ্বস্ত হয়।
২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর চলতি বছর সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে জান্তা সরকার। শনিবার যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা জান্তার জন্য আরেকটি ধাক্কা।
রয়টার্স জানিয়েছে, সেনাবাহিনী ও কারেনি ন্যাশনালিটিজ ডিফেন্স ফোর্সের (কেএনডিএফ) মধ্যে লড়াইয়ের সময় বিমানটি বিধ্বস্ত হয়।
জান্তার মুখপাত্র জাও মিন তুন সরকারি এমআরটিভিকে জানিয়েছেন, যুদ্ধবিমানটি প্রযুক্তিগত সমস্যার কারণে বিধ্বস্ত হয়েছে এবং পাইলটরা নিরাপদে বের হয়ে আসতে পেরেছে।
এমন সময় যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটলো যখন মিয়ানমারের সামরিক বাহিনী একাধিক ফ্রন্টে বিরোধী শক্তির সাথে লড়াই করছে। দেশটিতে জাতিগত সংখ্যালঘু বাহিনী এবং জান্তা বিরোধী মিলিশিয়ারা বিদ্রোহ সমন্বিতভাবে সামরিক জান্তার ওপর হামলা চালাচ্ছে।