সারাবিশ্ব যখন গাজায় ইসরায়েলি হামলার ওপর নজর রাখছে, তখন সবার প্রায় অলক্ষ্যে পশ্চিম তীরকে অবরুদ্ধ করে ফেলেছে তেল আবিব। রোববার পশ্চিম তীরের শাসক প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) এ তথ্য জানিয়েছে।
পিএলও জানিয়েছে, ফিলিস্তিনি শহর, উপশহর ও গ্রামগুলো অবরুদ্ধ করে ফেলেছে ইসরায়েলি বাহিনী। জেরুজালেমকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে এবং একে সামরিক ব্যারাকে পরিণত করা হয়েছে।
পিএলও আরও জানিয়েছে, দখলকৃত পশ্চিম তীরের সঙ্গে বহির্বিশ্বের একমাত্র সংযোগ আল-কারমাহ/কিং হুসেন ব্রিজ (সীমান্ত ক্রসিং) হয়ে জর্ডানে যাতায়াতের পথে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
পশ্চিম তীরের অধিকাংশ বাসিন্দা জানিয়েছেন, ইসরায়েলি সেনাবাহিনী হামলা চালাতে বসতি স্থাপনকারীদের উস্কে দিচ্ছে। গাজায় ইসরায়েলের হামলার সুযোগকে কাজে লাগিয়ে বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছে।