গাজায় হামলা শুরুর পর থেকে প্রথমবারের মতো ইসরায়েলকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী রিশি সুনাক এ আহ্বান জানিয়েছেন।
৭ অক্টোবর গাজায় হামলা শুরু করে ইসরায়েল। নির্বিচারে হামলার কারণে গাজায় নিহতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হাসপাতালগুলোতে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েল।
হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলকে অব্যাহতভাবে সমর্থন দিয়ে আসছে যুক্তরাজ্য। আরব দেশগুলোর যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি ইসরায়েলের এই ঘনিষ্ঠ মিত্র দেশটি। তবে সম্প্রতি যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলোতে যুদ্ধবিরতির দাবিতে ব্যাপক বিক্ষোভ ও সমাবেশ হচ্ছে।
সোমবার লর্ড মেয়রদের একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সুনাক ইসরায়েলের প্রতি যুদ্ধবিরতির আহ্বান জানাননি।
তবে তিনি জানিয়েছেন, ইসরায়েলকে অবশ্যই আত্মরক্ষা করতে এবং তাদের জিম্মিদের দেশে ফিরিয়ে আনতে সক্ষম হতে হবে। তবে তাদেরকে আন্তর্জাতিক আইনের মধ্যে কাজ করতে হবে, হাসপাতালসহ নিরপরাধ বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা নিতে হবে এবং পশ্চিম তীরে চরমপন্থী সহিংসতা বন্ধ করতে হবে।