ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াহের বাড়িতে বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই দাবি করেছে।
আইডিএফ এক বিবৃতিতে বলেছে, “ইসরায়েলি যুদ্ধবিমান গাজায় হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াহের বাড়িতে আঘাত হেনেছে। বাড়িটি ‘সন্ত্রাসী অবকাঠামো’ হিসেবে ব্যবহৃত হতো এবং প্রায়ই ইসরায়েলি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা পরিচালনা করার জন্য হামাসের সিনিয়র নেতাদের মিটিং পয়েন্ট হিসেবে কাজ করতো।”
হামাস প্রধান হানিয়াহ ও তার পরিবারের সদস্যরা গাজায় থাকেন না। হামলাস্থলে কেউ ছিল কিনা, সে সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি আইডিএফ।
আইডিএফের বিবৃতিতে আরও বলা হয়েছে, বুধবার রাতে ইসরায়েলি সেনারা আল-শাতি ক্যাম্পে অভিযান চালিয়ে হামাস নৌবাহিনীর একটি অস্ত্রভাণ্ডার শনাক্ত করে ধ্বংস করেছে, সেখানে ডাইভিং গিয়ার, বিস্ফোরক ডিভাইস ও বিপুল অস্ত্র ছিল।
গাজা উপত্যকার সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র আল শিফা হাসপাতালে পরিচালিত অভিযানে হামাসের গোয়েন্দা নথিসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।
হামাস তাৎক্ষণিকভাবে ইসরায়েলের দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা বৃহস্পতিবার জানিয়েছে, ইসরায়েলি বাহিনী ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বারের মতো আল-শিফা হাসপাতালে অভিযান চালিয়েছে।