পোল্যান্ডের পার্লামেন্ট দেশটির প্রধানমন্ত্রী হিসেবে মধ্যপন্থী রাজনৈতিক দলের নেতা ডোনাল্ড টাস্ককে নির্বাচিত করেছে। সাবেক প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকির সরকার সোমবার পার্লামেন্টে আস্থা ভোটে হেরে যাওয়ার পর টাস্ক নির্বাচিত হলেন।
৪৬০ আসনবিশিষ্ট পার্লামেন্টে ভোটাভুটিতে ২৪৮-২০১ সমর্থন পান টাস্ক। তাকে বৃহত্তম তিনটি বিরোধী দল সিভিক কোয়ালিশন, থার্ড ওয়ে এবং নিউ লেফট সমর্থন দিয়েছে। জাতীয় নির্বাচনের প্রায় দুই মাস পর তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করা হলো।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত অক্টোবরে পোল্যান্ডে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সরকার গড়ার মতো প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনও দলই। বিদায়ী প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকির নেতৃত্বাধীন পপুলিস্ট ল’ আ্যান্ড জাস্টিস পার্টি (পিআইএস) একক বৃহত্তম দলের মর্যাদা লাভ করে। কোনও দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এবং জোট বেঁধে কেউ সরকার গঠনে এগিয়ে না আসায় গত ২৭ নভেম্বর তারিখে প্রেসিডেন্ট আন্দ্রে দুদা মোরাউইকিকে প্রধানমন্ত্রী হিসেবে সরকারের নেতৃত্ব দেওয়ার জন্য মনোনীত করেন। কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পরেও সংখ্যাগরিষ্ঠতার জন্য অন্য কোনও দলকে পাশে টানতে পারেননি তিনি।
গতকাল সোমবার বিকেলে মোরাউইকির পিআইএস সরকার পার্লামেন্টে আস্থা ভোটে হেরে যায়। এর মাধ্যমে পোল্যান্ডে পিআইএস পার্টির আট বছরের শাসনের ইতি ঘটল। এর কয়েক ঘণ্টা পরেই নতুন প্রধানমন্ত্রী হিসেবে ডোনাল্ড টাস্ককে নির্বাচিত করে পোল্যান্ড পার্লামেন্ট।
এর আগে ২০০৭ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত পোল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন টাস্ক। পরে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্টের দায়িত্বও সামলেছিলেন।
টাস্ক যে সরকারের নেতৃত্ব দিতে যাচ্ছেন, তা একটি রাজনৈতিক জোটের। জোটের দলগুলো আলাদাভাবে ভোট করলেও তারা টাস্কের নেতৃত্বে ‘গণতন্ত্রের মান পুনর্প্রতিষ্ঠা ও মিত্রদের সঙ্গে সম্পর্কোন্নয়নে’ কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে। আগামীকাল বুধবারের মধ্যেই নতুন মন্ত্রিসভা গড়তে পারেন টাস্ক।