সম্পর্ক ডেস্ক:-বাংলাদেশ সোসাইটি ইনক-এর সভাপতি ও সাবেক জালালাবাদ সোসাইটির সভাপতি এবং সাবেক বিয়ানী বাজার সমিতির সভাপতি কামাল আহমদ আজ ভোর ৪:৩০ মিনিটে ইন্তেকাল করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন )।
করোনায় এ আক্রান্ত হয়ে তিনি নিউইয়র্কের এলমহার্স্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, ৫ ভাই ও ৫ বোন সহ বহু আত্মীয়-স্জন ও গুণগ্রাহী রেখে গেছেন।ভাই-বোনদের মধ্যে কামাল আহমেদ সবার বড়। তার পুরো পরিবারই যুক্তরাষ্ট্র প্রবাসী। সিলেট বিয়ানী বাজার উপজেলার বাউর বাগ গ্রামের কৃতিসন্তান নিউইয়র্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সুখ-দুঃখে সবসময় সবার আগে যে মানুষটিকে পাওয়া যায় তিনি হলেন সর্বজন শ্রদ্ধেয় পরিচিতমুখ কামাল আহমেদ।
দীর্ঘ তিরিশ বছর ধরে নিঃস্বার্থ ভাবে মানবসেবায় নিজেকে নিয়োজিত রেখে প্রবাসীদের কাছে হয়ে উঠেছেন ‘কামাল ভাই’। নিউইয়র্কের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সম্পৃক্ত থেকে প্রবাসীদের দাবি আদায় সহ সবসময় তাদের পাশে থেকে প্রবাসীদের কল্যাণে কাজ করেছেন তিনি।তাঁর মৃত্যুতে নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বাঙালী কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে আসে।
একইদিন নিউইয়র্ক রাজ্যে মৃত্যু হয়েছে ৬৩০ জনের। আগের দিন মোট মৃতের সংখ্যা ছিল ২,৯৩৫ জন। এই রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১১৩,৭০৪ জন। এদের মধ্যে শুধু নিউইয়র্ক সিটিতে আক্রান্তের সংখ্যা ৬৩,৩০৬ জন।