নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, ‘হেভিওয়েট, ক্ষমতাসীন কিংবা স্বতন্ত্র প্রার্থী বলে কিছু নেই। নির্বাচন কমিশনের কাছে সবাই সমান।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে গাইবান্ধার ৫টি আসনে রাজনৈতিক দল মনোনীত ও স্বতন্ত্র ৩৫ জন প্রার্থীর সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি একথা বলেন।
ইসি রাশেদা সুলতানা বলেন, প্রার্থীদের অবশ্যই নির্বাচনি আচরণবিধি মেনে চলতে হবে। এই বিষয়ে আমরা ছাড় দেবো না। পূর্বের অভিজ্ঞতা নিয়ে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যা যা করতে হবে, তাই করবে নির্বাচন কমিশন। নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হবে বলেও জানান তিনি।
এরপর নির্বাচন কমিশনার জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন।