সম্পর্ক ডেস্ক:-শনিবার (০৪ এপ্রিল) নমুনা পরীক্ষার পর করোনায় ৯০ বছর বয়সী বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
কোরোনাভিরাসে আক্রান্ত মারা যাওয়া ব্যক্তির বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলায়। ৯০ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যুর খবরে স্থানীয় প্রশাসন বৃদ্ধের সংস্পর্শে যাওয়া ১৮৯ জন মানুষ বসবাসকারী ৩৪টি বাড়ি লকডাউন করেছে। হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ওসব বাড়ির ১৮৯ জনকে।
নড়িয়ায় করোনাভাইরাসের উপস্থিতি থাকায় ব্যাপক সংক্রমণের আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। এ নিয়ে স্থানীয় লোকজন উদ্বিগ্ন। শনিবার রাত থেকে জেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার সব গ্রামে গণবিজ্ঞপ্তি প্রচার করা হয়। করা হচ্ছে মাইকিং।
বলা হচ্ছে, শনিবার ৯০ বছরের এক বৃদ্ধ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। নড়িয়া উপজেলায় করোনাভাইরাসের উপস্থিতি রয়েছে। এই ভাইরাস ব্যাপকহারে ছড়িয়ে পড়তে পারে। এ অবস্থায় উপজেলার জনসাধারণকে জানানো যাচ্ছে, কেউ ঘর থেকে বের হবেন না। শুধু নিত্যপ্রয়োজনীয় খাদ্য, ওষুধ, সার ও বীজের দোকান ছাড়া হাটবাজার, দোকানপাট বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা অমান্য করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।