ফ্রান্সের রাজধানী প্যারিসের ল্যুভর জাদুঘরে রক্ষিত মোনালিসার চিত্রকর্মে স্যুপ নিক্ষেপ করেছে বিক্ষোভকারীরা। অবশ্য লিওনার্দো দা ভিঞ্চির ১৬ শতকের বিখ্যাত এই চিত্রকর্মটি বুলেটপ্রুফ কাঁচের মধ্যে আবদ্ধ থাকায় এর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রোববার বিবিসি এ তথ্য জানিয়েছে।
একটি ভিডিওতে দেখা গেছে, ‘খাবার প্রতিক্রিয়া’ লেখা টিশার্ট পরিহিত দুই নারী চিত্রকর্মটিতে স্যুপ ছুড়ছেন। ওই সময় তারা ‘আমাদের কৃষি ব্যবস্থা দুর্বল’ এবং ‘স্বাস্থ্যকর ও টেকসই খাবারের অধিকার’ বলে স্লোগান দেয়।
জ্বালানি খরচ কমানো এবং বিধি-বিধানগুলো সরলীকরণের দাবিতে সম্প্রতি প্যারিসে কৃষকদের বিক্ষোভ হয়েছে। শুক্রবার তারা প্যারিসের এবং বাইরের প্রধান রাস্তাগুলি অবরুদ্ধ করেছিল।