সিরিয়া ও ইরাকে ইরানের লক্ষ্যবস্তুতে ধারাবাহিক হামলার পরিকল্পনা অনুমোদন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা বিবিসিকে এ তথ্য জানিয়েছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, হামলাগুলো কয়েক দিনের মধ্যে সংঘটিত হবে। আবহাওয়ার পরিস্থিতির ওপর নির্ভর করে হামলার সময় নির্ধারণ করা হবে।
রোববার সিরিয়ার সীমান্তের কাছে জর্ডানে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত হয়। যুক্তরাষ্ট্র এই হামলার জন্য ইরান সমর্থিত একটি মিলিশিয়া গোষ্ঠীকে দায়ী করেছে। এরপরই মার্কিন প্রশাসন ইরানের লক্ষ্যবস্তুতে হামলার বিষয়টি বিবেচনা করছিলেন।