ইয়েমেনের হুতিরা জানিয়েছে, মার্কিন ও ব্রিটিশ বিমান হামলা ‘আমাদের ঠেকাতে পারবে না’ এবং এই হামলার জবাব দেওয়া হবে। রোববার গোষ্ঠীটি এই হুমকি দিয়েছে।
মার্কিন সামরিক ঘাঁটিতে গত রোববার হামলা চালায় ইরানের সঙ্গে সম্পৃক্ত একটি গোষ্ঠী। এ ঘটনায় তিন মার্কিন সেনা নিহত হয়। এর প্রতিক্রিয়ায় শুক্রবার রাতে সিরিয়া ও ইরাকের ৮৫টি লক্ষ্যবস্তুতে হামলা চালায় মার্কিন সেনারা। শনিবার ইরাক ও সিরিয়ার আরও ৪০টি লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
হুতির একজন মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানিয়েছেন, তৃতীয় দফায় যৌথ যুক্তরাজ্য-মার্কিন হামলা ফিলিস্তিনিদের সমর্থনে তাদের ‘নৈতিক, ধর্মীয় ও মানবিক অবস্থান’ থেকে বিরত করবে না। সাম্প্রতিক হামলার ‘প্রতিক্রিয়া ও শাস্তি’ অবশ্যই হবে।