সম্পর্ক ডেস্ক :- করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সৌদি রাজ পরিবারের অন্তত দেড়শ সদস্য। খবর নিউইয়র্ক টাইমস।
সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, কয়েক সপ্তাহের মধ্যে সৌদিতে করোনা সংক্রমণের সংখ্যা সর্বনিম্ন ১০ হাজার দুই লাখ পর্যন্ত হতে পারে।করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১।সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩১ জন।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ইতোমধ্যেই কারফিউ জারি করা হয়েছে রিয়াদ, জেদ্দা, মক্কা, মদিনা ও আরও বেশকিছু শহরে।প্রতিরোধের নির্দেশ না মানলে অমান্যকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে সরকার।