প্রগতিশীল গণতান্ব্রিক উদ্যোগ (পিডিআই) কানাডা টরন্টো বসবাসরত বাংলাদেশী মহলের অতি পরিচিত মুখ বীর মুক্তিযোদ্ধা হাজী তুতিউর রহমান-এর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের সকলের প্রতি সমবেদনা প্রকাশ করে এক বিবৃতি দিয়েছে। পিডিআই-এর পক্ষে যুগ্ম আহŸায়ক আজিজুল মালিক ও বিদ্যুৎ রঞ্জন দে জানিয়েছেন, বীর মুক্তিযোদ্ধা তুতিউর রহমানের মৃত্যুতে আমরা হারিয়েছি এক প্রিয়জনকে এবং জাতি হারিয়েছে স্বাধীনতা যুদ্ধের এক বীর সৈনিক এবং গণতান্ত্রিক আন্দোলনের সক্রিয় সদস্যকে।
তিনি বাংলাদেশী কমিউনিটিতে সকলের কাছে সম্মানিত ওঅত্যন্ত প্রিয় মুখ ছিলেন। তার মৃত্যুর শূন্যস্থান কোনদিন পূরণ হবার নয়। উল্লেখ্য, মরহুম তুতিউর রহমান করোনা আক্রান্ত হয়ে বেশ কয়েকদিন পুর্বেটরন্টোর মাইকেল গ্যারন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানেই গতকাল ৫ই এপ্রিল ২০২০, রবিবার, রাত্র ১০.০০টায় মৃত্যুবরন করেন। (ইন্না.. .. .. ..রাজেউন)। মৃত্যুকালে তাঁর ৭২ বছর বয়স হযেছিল।
তিনি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার গল্লাসাংগন গ্রামে জন্মগহন করেন। অন্টারিও আওয়ামী লীগের সহ সভাপতি বঙগবন্ধুর আদর্শের সৈনিক মৃত্যুকালেদুইমেয়ে, এক ছেলে, পুত্রবধু, অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। আওয়ামী লীগ ছাড়াও তিনি জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর আজীবন সদস্য এবং মৌলভীবাজার জেলা এসোসিয়েশনের উপদেষ্টা হিসাবে সম্পৃক্ত ছিলেন।
এছড়াও বাংলাদেশ হাইকমিশন টরন্টোর কনসাল জেনারেলকে পিডিআই-এর পক্ষ থেকে মুক্তিযোদ্ধা তুতিউর রহমানের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক প্রকাশ করার জন্য ধন্যবাদা জ্ঞাপন করেন।