সম্পর্ক ডেস্ক :-নিউইয়র্ক শহরে গতকাল শুক্রবার ৭৮৩ জন করোনা আক্রান্ত রোগী প্রাণ হারিয়েছেন, শনিবার এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন গভর্নর অ্যান্ড্রু কুমো। খবর মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
নিউইয়র্কের গভর্নর জানিয়েছেন, তার রাজ্যে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে ইতোমধ্যে ৮ হাজার ৬২৭ জন প্রাণ হারিয়েছেন।আক্রান্ত হয়েছেন ১৮০,৪৫৮ জন আর সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১৩,০০০ জন। প্রসঙ্গত, শুধু নিউইয়র্কে যত মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন তা যে কোনো দেশের চেয়ে বেশি।
আক্রান্তদের মধ্যে ১০১ জনের অবস্থা আশঙ্কাজনক, হাসপাতালের তাদের কে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এবং ১০৯ জনের দেহ টিউবের ভেতর রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন গভর্নর কুমো।