সম্পর্ক ডেস্ক :-দেশের আরও দুই টেলিভিশন সাংবাদিক করোনায় আক্রান্ত হয়েছেন। এরা বেসরকারি দুই টেলিভিশনের সাংবাদিক। এ নিয়ে মোট ছয়জন সাংবাদিক করোনায় আক্রান্ত হলেন।
গত ৩ এপ্রিল দেশের প্রথম সাংবাদিক হিসেবে করোনায় আক্রান্ত হন একটি বেসরকারি টেলিভিশনের এক ক্যামেরাম্যান ।গত ২৬ মার্চ তার শরীরে জ্বর দেখা দেয়ায় তাকে সেদিনই ছুটি দেয়া হয়।এ ঘটনার পর তার সংস্পর্শে আসা আরও ৪৭ রিপোর্টার-ক্যামেরাম্যান ও কর্মকর্তাকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়। সেই ৪৭ জনের কোয়ারেন্টাইন শেষ হয়েছে ৯ এপ্রিল।
১০ এপ্রিল দুটি দৈনিকের দুজন সাংবাদিকের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। এরপর সেই দুজনসহ প্রতিষ্ঠান দুটির অন্তত ২০ জন কর্মীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী বলেন,করোনা আক্রান্ত সাংবাদিকের জন্য আমরা প্রয়োজনীয় চিকিৎসাসহ সব ধরনের সহযোগিতা করছি।