ওয়াশিংটন ডিসি : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মেরিল্যান্ডের এনাপোলিস প্রবাসী ডা. আবদুল মান্নান (প্রায় ৮০) ইন্তেকাল করেছেন। ইন্নাল্লিাহে … রাজেউন। বগুড়ার সন্তান ডা. আবদুল মান্নান রাজশাহী মেডিক্যাল কলেজ থেকে পড়াশুনা করেন। পরে তিনি ইংল্যান্ড পড়াশুনা শেষে ১৯৭৭ সালে যুক্তরাষ্ট্রে আসেন।
ডা. আবদুল মান্নান এক পুত্র এক কন্যা ও চার নাতি নাতনী রেখে ১১ এপ্রিল শনিবার ইন্তেকাল করেন। এদিকে একই দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভার্জিনিয়ার মুজাহিদুর রহমান (৭০) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ….. রাজেউন।
খবরে জানা যায়, মুজাহিদুর রহমানের স্ত্রী প্রথমে করোনা ভাইরাসে আক্রান্ত হলে তিনি স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য গেলে সেখানে তাকে প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দিয়ে বাসায় হোম কোয়ারিন্টিনে পাঠিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। বাসায় চিকিৎসাধীন অবস্থায় তিনি সুস্থ্য হয়ে উঠলেও আক্রান্ত হয় তার স্বামী মুজাহিদুর রহমান সহ পরিবারের আরো ৫ জন।
গত শনিবার করোনা ভাইরাসে আক্রান্ত মুজাহিদুর রহমানের অবস্থার অবনতি হলে দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে স্থানন্তর করা হয় এবং সেখানেই তার মৃত্যু হয়। নভেল করোনা ভাইরাসে ভার্জিনিয়ার উডব্রীজে বসবাসকারী মুজাহিদুর রহমানের মৃত্যু বৃহত্তর ওয়াশিংটনে প্রথম বাংলাদেশীর মৃত্যু। এই মৃত্যুর সংবাদে ইতিমধ্যেই বাংলাদেশী কমিউনিটিতে আংতক শুরু হয়েছে।
মুজাহিদুর রহমানের এক নিকটাত্মীয় জানান, এই রোগ এত খারাপ যে, এই দু:সময়ে কেউ তার পাশে গিয়ে দাঁড়াতে পারছেনা। অনুমতি মিলছেনা হাসপাতাল কর্তৃপক্ষ থেকে। মুজাহিদুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে হাসপাতাল কর্তৃপক্ষ মরহুম মুজাহিদুর রহমানের মৃতদেহ হস্তান্তর করার পর মরহুমের জানাযা ও দাফনের আয়োজন করা হবে বলেও তিনি জানান।