সম্পর্ক ডেস্ক :- মহামারী করোনা ভাইরাসের কারণে চীনের অর্থনীতিতে বিরাট ধস নামার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশ চীনের অর্থনীতি এবার প্রায় ১০ শতাংশ সংকুচিত হবে। গত ৬০ বছরের মধ্যে যা সর্বোচ্চ। এছাড়া ১৯৭৬ সালের পর দেশটির অর্থনীতিতে সংকোচনের কোনো নজির নেই।
গত তিন মাসের আর্থিক অবস্থার বিশ্লেষণ করে চীনের অর্থনীতির পূর্বাভাসে বলা হচ্ছে,
মহামারী এই ভাইরাসের কারণে কল-কারখানা বন্ধ ও লকডাউনের কারণে চীনের চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে মোট দেশজ উৎপাদন (জিডিপি) ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ধারণা করা হচ্ছে , চীনের অর্থনীতি ১০ শতাংশ সংকুচিত হবে। ইউবিএস এর পূর্বাভাস, এটা হলে দেশটির সেবা খাতের ৫ থেকে ৬ কোটি মানুষ এবং শিল্প ও নির্মাণ খাতের আরও দুই কোটি মানুষ চাকরি হারাবে।
১৯৭৬ সালের পর কখনো সংকুচিত হয়নি চীনের অর্থনীতি। দেশটিতে অভ্যন্তরীণ সরবরাহ ব্যবস্থা সচল হলেও অভ্যন্তরীণ চাহিদা কমেছে ব্যাপক। করোনা বিশ্বে ছড়িয়ে পড়ার ফলে বহির্বাণিজ্যের ক্ষেত্রে নেতিবাচক প্রভাবও আপাতত এড়াতে পারবে না চীন।