জাহানারা বুলা।
এই ছেলে, তোর রাগ কমেছে? বাপরে, মনে মেঘ জমেছে!
একটুতে তোর এমন দশা! অপেক্ষাতে সেই তো বসা!
রাগ ঝেড়ে তুই উঠে দাঁড়া, বৈশাখে হ আপন হারা!
গান গুলোকে বাঁধ, মারবো ঝারি, ধ্যাত!
এসব তোকে মানায় বুঝি? হারাই তোকে, আবার খুঁজি
আমি কি তোর হই? কষ্ট দিবি কই?
শেষ বিকেলের আলো আমি, মিলাই অস্তাচলে,
আমার সাথে এখন বুঝি মান অভিমান চলে?