সম্পর্ক ডেস্ক :-খ্যাতিমান সাংবাদিক আবেদ খানের ৭৬তম জন্মদিন আজ।১৯৪৫ সালে এই দিনে (১৬ এপ্রিল) তিনি খুলনা জেলার রসুলপুর গ্রামে জন্মগ্রহণ করেন। সাংবাদিকতা ও সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্যেই বেড়ে উঠেছেন তিনি। অবিভক্ত ভারতের দৈনিক আজাদ-এর সম্পাদক মাওলানা আকরম খাঁ তাঁর নানা (মাতামহ)। মাত্র ১৭ বছর বয়সে ১৯৬২ সালে আবেদ খানেরও সাংবাদিকতায় হাতেখড়ি ঘটে দৈনিক ‘জেহাদ’-এ।সম্পর্ক পরিবারের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা ও বিনম্র শ্রদ্ধা।
বিভিন্ন সময়ে সমকাল, কালের কণ্ঠ, যুগান্তর, ভোরের কাগজে সম্পাদকের দায়িত্ব পালন করেন আবেদ খান। এ ছাড়া ইত্তেফাক, প্রথম আলোসহ দেশের প্রথমসারির বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক লেখালেখি করেছেন জনপ্রিয় এ সাংবাদিক। কলামিস্ট হিসেবেও খ্যাতি কুড়িয়েছেন তিনি। মহান মুক্তিযুদ্ধেও রয়েছে তার গুরুত্বপূর্ণ অবদান।