মাহমুদ সাদিক:- করোনাভাইরাসের সংক্রম রোধে সারাদেশে নিরাপদে ঘরে অবস্হানকালীন সময়ে হতদরিদ্র ও ছিন্নমূল ও দিনমজুর জনগোষ্ঠীর জন্য ‘শামসুর রহমান শরীফ ফাউন্ডেশনের” পক্ষ থেকে ঈশ্বরদীতে ২০০০ পরিবারকে স্যানিটাইজার, চাল, বিস্কুট, মুড়িসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ফাউন্ডেশনের প্রধান ও মহিলা আওয়ামীলীগের সভানজনাবা কামরুন্নাহার শরীফের নির্দেশনায় ও ক্রীড়া সংগঠনের পৃষ্টপোষক এফবিসিসিআই’ সাধারণ পরিষদের সদস্য ব্যবসায়ী সাকিবুর রহমান কনক শরীফের আর্থিক সহায়তায় গতকাল শুক্রবার ঈশ্বরদীর শহরের আমিনপাড়া মোড়ে এসব বিতরণ করা হয়!
এসময় জীবানুমুক্ত রাখার জন্য শহরের বিভিন্ন জায়গায় ছিটানো হয় জীবাণুনাশক।
পর্যায়ক্রমে পাঁচ হাজার পরিবারের মধ্যে এসব বিতরণ করা হবে বলে ফাউন্ডেশনের
পক্ষ থেকে জানানো হয়!
ফাউন্ডেশনের মুখপাত্র ও প্রধান সমন্ময়কারী সাকিবুর রহমান কনক রাইজিংবিডিকে
জানান, দেশের এই কঠিন সময়ে শুধু ঈশ্বরদীতে নয় বিভিন্ন জায়গায় এমন কার্যক্রম
চালু রেখেছি যাতে দরিদ্র জনগোষ্ঠীর কোন কষ্ট না হয় এব সবার সাথে তারাও যেন
নিরাপদ ও নিশ্চিন্তে ঘরে অবস্হান করতে পারেন। শতভাগ ব্যক্তিগত তহবিল থেকে
সংগ্রহ এই সেচ্ছাসেবী কার্যক্রম পরিচালিত হচ্ছে।