সম্পর্ক ডেস্কঃ-টরেন্টোবাসী সাবধান। শনি ও রবিবার সামাজিক দূরত্ব না মানলে হাজার ডলার জরিমানা গুনতে হতে পারে। সিটি অব টরেন্টো শনিবার ১৮ এপ্রিল এই সাবধানবানী উচ্চারন করেছে। সাপ্তাহিক ছুটির দিনে বাড়ীর বাইরে বের হয়ে পার্কে সময় কাটাতে গিয়ে সামাজিক দূরত্ব না মানার বিষয়টি বেশ আলোচিত হয়ে উঠেছে।
লং উইকেন্ডে চারশোরও বেশী জরিমানা ও টিকেট ইস্যু করার ঘটনস ঘটেছে নগরীতে। তাই এই সাপ্তাহিক ছুটিতেও সিটি অব টরন্টো সামাজিক দূরত্বর বাস্তবায়নে আরো কঠোর হয়েছে।