সম্পর্ক ডেস্ক:-কানাডার অন্টারিওর প্রাদেশিক সরকার স্কুল ছাত্র ছাত্রীদের ফ্রি আই প্যাড ও ইন্টারনেট বিতরন শুরু করতে যাচ্ছে। গত শুক্রবার প্রাদেশিক সরকার এই ঘোষনা দেন। অন্টারিও সরকার বলছে, ছাত্র ছাত্রীদের জন্য হাতে নেয়া নতুন অনলাইন শিক্ষা কার্যক্রম প্রযুক্তি বা ইন্টারনেটের কারনে যেন ব্যাহত না হয় তা নিশ্চিত করতে টেলিকম অপারেটর রজার্স এবং আইপ্যাড নির্মাতা প্রতিষ্ঠান এ্যাপলের সাথে এ বিষয়ে এক পার্টনারশীপ করেছে।
অন্টারিওর স্কুল বোর্ডগুলো এরই মধ্যে ২১ হাজার আইপ্যাড যে সব ছাত্র ছাত্রীদের দরকার তাদের মাঝে বিতরনের প্রক্রিয়া শুরু করেছে। স্কুল বোর্ড ঠিক করবে কোন ছাত্র আইপ্যাড পাবে। এসব আইপ্যাড এলটিই প্রযুক্তির ইন্টারনেট সংযোগ থাকবে। তবে এটা পরিস্কার নয় ঠিক কোন মডেলের আইপ্যাড ছাত্র ছাত্রীদের দেয়া হবে। রজার্স এই আগামী জুনের শেষ পর্যন্ত এই সেবা দেবে।