সম্পর্ক ডেস্ক: দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৯১ জনে দাঁড়িয়েছে।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩১২ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এর আগে ২ হাজার ১৪৪ জন আক্রান্ত ছিল। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২ হাজার ৪৫৬ জনে।
রবিবার দুপুরে মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সুস্থ হয়েছেন আরো নয়জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭৫ জন। গত ২৪ ঘণ্টায় সারাদেশে পরীক্ষা করা হয় ২ হাজার ৬৩৪ জনের। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ২৩ হাজার ৮২৫ জনের।
করোনার চিকিৎসায় অক্সিজেনের ওপর জোর দেওয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘দেশের সব হাসপাতাল মিলে ১০ হাজার অক্সিজেন সিলিন্ডার মজুদ রয়েছে। আরো ৩ হাজার সিলিন্ডার কেনা হচ্ছে।’
প্রসঙ্গত, মহামারি এ ভাইরাসে ২১০টি দেশে ১ লাখ ৬০ হাজার ৮৩৫ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২৩ লাখ ৩৪ হাজার ৪৫৯ জন।
প্রসঙ্গত, মহামারি নভেল করোনাভাইরাসে বিশ্বের ২১০টি দেশে এখন পর্যন্ত ১ লাখ ৬১ হাজার ১৯১ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২৩ লাখ ৪৪ হাজার ৯৬৪ জন।