ডেস্ক : কানাডায় সাংবাদিক বঙ্গবাণী পত্রিকার প্রকাশক ও সম্পাদক সৈয়দ মেহেদী রাসেলের চাচাতো ভাই যুক্তরাজ্যের লুঠন প্রবাসী সৈয়দ সরোয়ার হোসেন রানা গতকাল ১৭ই এপ্রিল শুক্রবার যুক্তরাজ্য সময় রাত ১১.০০টায় মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরদিন শনিবার বিকেল ৪টায় পরিবারের ২০ জন সদস্যের উপস্থিতিতে নামাযে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।মৌলভীবাজারের বড়লেখা উপজেলা ইটাউরী সৈয়দ বাড়ী অধিবাসী মরহুম সৈয়দ আব্দুল মুক্তাদির এর ছোট ছেলে সৈয়দ সরোয়ার হোসেন রানা করোনায় আক্রান্ত হয়ে প্রায় মাসখানেক ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
উল্লেখ্য, মরহুমের বড় চাচা সৈয়দ মাসুফ আহমদ (টুনু) দুই সপ্তাহ পূর্বে গত ৩রা এপ্রিল কানাডায় হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।মরহুম সৈয়দ সরোয়ার হোসেন রানা মাত্র ৪২ বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে যান। মৃত্যুকালে উনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের বড় ভাই যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ মুক্তার হোসেন তার সদ্য প্রয়াত ছোট ভাই এর সকলের কাছে দোয়া চেয়েছেন। তিনি বিশ্বখ্যাত ব্র্যান্ড নিশান এর তথ্য প্রযুক্তি বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। এছাড়া তিনি ইংল্যান্ডের ওয়ান ন্যাশন আর্চারী ক্লাব এর প্রতিষ্টাতা ও পরিচালক ছিলেন। ব্যাক্তিজীবনে অত্যন্ত ধার্মিক সৈয়দ সরোয়ার হোসেন রানা একাধিক ব্যাক্তিকে ইসলাম ধর্ম গ্রহণে উৎসাহ ও সহায়তা দিয়েছেন। তিনি একাধিকবার পবিত্র হজ্ব পালন করেছেন।উনার মৃত্যুতে প্রবাসী বাংলাদেশী ইংল্যান্ডে বসবাসরত মুসলিম কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। সমাজের নানা পেশার লোকজন এবং বিভিন্ন সংগঠন মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।