অখিল সাহা,টরন্টো
টরন্টো বসবাসরত বাংলাদেশী মহলের অতি আপন জন ও সকলের পরিচিত মুখ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম শরীফ-এর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে এক বিবৃতি দিয়েছে প্রগতিশীল গণতান্ব্রিক উদ্যোগ (পিডিআই) কানাডা।পিডিআই-এর পক্ষে যুগ্ম আহ্বায়ক আজিজুল মালিক ও বিদ্যুৎ রঞ্জন দে জানিয়েছেন, বীর মুক্তিযোদ্ধা সালাম শরীফের মৃত্যুতে আমরা হারিয়েছি প্রবাস জীবনের এক অতি সজ্জন ও প্রিয় মানুষকে।সেই সাথে জাতি হারিয়েছে স্বাধীনতা যুদ্ধের সাহসী বীর সৈনিক এবং গণতান্ত্রিক আন্দোলনের সদা সক্রিয় এক সদস্যকে।
প্রবাসের সকল রকম গণতান্ত্রিক বা যে কোন জাতীয় আন্দোলনের জন্য তিনি সদা সর্বদা থাকতেন প্রথম সারিতে।তিনি বাংলাদেশী কমিউনিটিতে সকলের কাছে সম্মানিত ও অত্যন্ত প্রিয় মুখ ছিলেন। অসময়ে চলে যাওয়া এই স্বাধীনচেতা মুক্তিযোদ্ধার শূন্যস্থান কখনো পূরণ হবার নয়। মরহুম সালাম শরীফ করোনা আক্রান্ত হয়ে গত ৪ঠা এপ্রিল থেকে টরন্টোর হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই গত ১৭ই এপ্রিল ২০২০, শুক্রবার, সন্ধ্যা ৭.৩০ মিনিটে মৃত্যুবরন করেন। (ইন্না.. .. .. ..রাজেউন)। মৃত্যুকালে ৬৭ বছর বয়স হয়েছিল মরহুমের। বৃহত্তর ফরিদপুরের মুকসেদপুরের শুকতাইল গ্রামে তিনি জন্মগ্রহন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়াশোনা শেষে লন্ডনে আইন বিষয়ে পড়াশোনা করেন। তিনি বাংলাদেশ ছাত্র লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।
কানাডায় বসবাসকালে অসংখ্য প্রবাসী সংগঠনের সাথে সংশ্লিষ্ট ছিলেন। গ্রেটার ফরিদপুর এসোসিয়েশন অব কানাডার সভাপতি এবং অন্টারিও আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন। হৃদয়ে বাংলাদেশ ধারণ করা বঙ্গবন্ধুর আদর্শের এই সৈনিক বীর মুক্তিযোদ্ধা মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ প্রবাসে অসংখ্য আত্মীয়-বন্ধু-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। এছাড়াও বাংলাদেশ হাইকমিশন টরন্টোর কনসাল জেনারেলের অফিস থেকে এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক প্রকাশ ও মরদেহে জাতীয় পতাকা আচ্ছাদিত করে রাষ্ট্রীয় মর্যাদায় অন্তোষ্টিক্রিয়ায় অংশগ্রহন করার জন্য তাঁদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করেন।