সর্ম্পক ডেস্ক: মহামারি করেনাভাইরাসে বিশ্বের পরিস্থিতি ক্রমশ ভয়াবহের দিকের যাচ্ছে। অচল হয়ে পড়ছে বিশ্বের অর্থনীতির চাকা। উৎপাদন, বিপনণ এবং কল-কারখানা সব বন্ধ হয়ে আছে। এর কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকটে পড়তে যাচ্ছে।
করোনার কারণে বিশ্বের ৩৬টি দেশে দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলে জানিয়েছেন জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের (ডব্লিউএফপি) নির্বাহী পরিচালক ডেভিড বেসলি।
মঙ্গলবার তিনি জানিয়েছেন, করোনাভাইরাসের কারণে এরমধ্যে ১০টি দেশের ১০ লাখ মানুষ এখনই অনাহারে দিন কাটাচ্ছে।
করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে বেড়েই চলেছে ক্ষুধার্ত মানুষের সংখ্যা। এ মুহূর্তে তীব্র ক্ষুধার যন্ত্রণা ভোগ করছেন অন্তত ২৬ দশমিক ৫ কোটি মানুষ।
দেশে দেশে লকডাউনের কারণে এ সংখ্যা শিগগিরই দ্বিগুণ হতে পারে। এমনটাই হুশিয়ারি দিয়েছে জাতিসংঘ। অনেক দেশে এই মানবিক সমস্যাটার কারণে নানাধরনের সহিংসতা, দ্বন্দ্ব ও বিবাদ তৈরি হতে পারে।
ওয়ার্ল্ডমিটার্সের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের ২৫ লাখের ওপর মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। প্রাণ হারিয়েছে ১ লাখ ৭৯ হাজার ৮৬৬ জন। করোনার সঙ্গে লড়াই করে সেরে উঠেছে ৭ লাখ ৫ হাজার ৭৫৪ জন।