সর্ম্পক ডেস্ক: করোনাভাইরাসের কারণে কানাডার অন্টারিওতে জরুরি অবস্থা আরো দুই সপ্তাহ বাড়ানো হয়েছে। এতে করে আগামী মে মাসের ৬ তারিখ পর্যন্ত জরুরি অবস্থা চলবে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অন্টারিওর ফোর্ড সরকার এ ঘোষণা জানান।
ফোর্ড বলেন, আমরা আস্তে আস্তে এই প্রাণঘাতী ভাইরাসের সঙ্গে যুদ্ধ করতে চাই, কিন্তু কোনো ঝুঁকি নিতে চাই না। অন্টারিওবাসীদের নিরাপদ ও স্বাস্থ্যকর রাখার জন্য অবশ্যই জরুরি অবস্থা বাড়ানো প্রয়োজন।
এই জরুরি অবস্থার মধ্যে বন্ধ থাকবে- অপ্রয়োজনীয় ব্যবসা-বাণিজ্য, স্কুল, জনসমাগম। বৃদ্ধাশ্রমগুলোতে কাজের দায়িত্ব সীমাবদ্ধ করা।
এর আগে, প্রদেশের জরুরি পরিচালনা এবং নাগরিক সুরক্ষা আইনের মাধ্যমে প্রথম জরুরি অবস্থা ঘোষণা করা হয় মার্চের ১৭ তারিখে।
সাধারণ স্কুলগুলো আগামী ৪ মে পর্যন্ত বন্ধ থাকবে।