সম্পর্ক ডেস্ক:- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা চিকিৎসায় ভিআইপিদের জন্য আলাদা কোন হাসপাতাল বরাদ্দ রাখা হয়নি। তিনি বলেন, এ বিষয়ে মন্ত্রণালয়ের যথাযথ কর্তৃপক্ষের বিবৃতি ছাড়া অন্য কোন ব্যক্তির কোন ধরনের বিবৃতি গ্রহনযোগ্য হবে না। মন্ত্রী আজ দুপুরে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অংশ নিয়ে একথা বলেন।
করোনায় খুব দ্রুতই আরো ২ হাজার চিকিৎসক ও ৬ হাজার নার্স নিয়োগের উদ্যোগ নেয়া হচ্ছে বলেও তিনি জানান। ব্রিফিংয়ে করোনা পরিস্থিতির অন্যান্য তথ্যসমূহ তুলে ধরে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।