ফাউজুল কবির, ঢাকা
আজকাল শুধু পাখিদের কথা ভাবি। স্বপ্নের ভেতরে
স্নায়ুর ভেতরে পাখিদের নিরন্তর ওড়াউড়ি ভালো লাগে।
অদ্ভুত শব্দের ঘ্রাণ পাই, ভেসে আসে ডানার সুন্দর
দূর দেশে থেকে: আকাশ ও হাওয়ার শরীর দেখে টের পাই
কোথাও উদ্বাস্ত হচ্ছে সম্ভ্রান্ত হৃদয় আর প্রাণের সংসার
টের পাই বুকের গভীর কোষে ঘটে যাচ্ছে আদিম প্রলয়
মানুষেরা পালাচ্ছে শুধু জীবনের ঘটিবাটি নিয়ে অন্যত্র কোথাও
কোথাও মানুষে নেই আর নেই কোনো মানবিক প্রাণি
পৃথিবীর বুকে নেমে আসছে নির্মমের কালো বিটুমেন অন্ধকার।
মানুষের কথা নয়, মানবীর কথা নয় শুধু পাখিদের কথা ভাবি
আর কেউ নয় কারও চোখ নেই
পাখিরাই হয়তো বা জানে ভবিষ্যৎ
আমি রেখেছি ভরসা শুধু পাখিদের বিচিত্র ডানায় কালের ইঙ্গিত।