আশীষ সেন, ঢাকা
এ কেমন প্রতীক্ষার জালে আবদ্ধ আমি,
আমার সমস্ত নিয়ম ভেঙে দিয়ে
কী দোর্দ- প্রতাপে আটকে রেখেছে।
যত বৌদ্ধিক ধ্যান ভেঙে নামে,
সন্ন্যাসী জ্বালে ধুনি,
আরাধনার পর আরাধনা,
তবু খুঁজে পাওয়া ভার অথৈ জলের সীমানা!
একভাগ স্থল এসে নত হয়, দিগন্তে
অবনত আকাশ ছুঁয়ে
জল খুঁজে চলে যায় একটি গাঙচিল,
ডুবে গেলে মাস্তুল, নাবিকেরা ফিরে যায়।
পড়ে থাকে পৃথিবীর যত সমুদ্রসফেন,
আনন্দে উদ্বেল বিপুল জলরাশি;
বিস্তীর্ণ জলের সীমানায় ঘুমায় সীমাহীন-
জলের জীবনানন্দ!